রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বাদ পড়েছিল জার্মানি। কাতার বিশ্বকাপেও শঙ্কা এখনও তাদের। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে তাদের সামনে এখন কোস্টারিকা। এই ম্যাচে কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।
বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানির জন্যে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার রাত ১টায়। আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ফিফা র্যাঙ্কিং বলছে জার্মানির স্থান ১১ নম্বর, অন্যেদিকে কোস্টারিকার অবস্থান ৩১ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ের এই অবস্থান অনুযায়ী এখনও খেলতে পারছে না চারবারের বিশ্বকাপজয়ীরা।
কাতারে নিজেদের প্রথম খেলায় জাপানের বিপক্ষে অঘটনের শিকার হয়েছিল জার্মানি। ২-১ গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছিল এশিয়ার দেশটি। পরের ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জার্মানি।
অন্যদিকে, কোস্টারিকার এবারের বিশ্বকাপ শুরু হয়েছে দুঃস্বপ্নে। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে তারা হেরেছে ৭-০ গোলে। পরের ম্যাচে অবশ্য জাপানকে হারিয়েছে তারা একমাত্র গোলে।
বিশ্বকাপের ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে জার্মানি আছে তলানিতে। স্পেন আছে শীর্ষ স্থানে, তাদের পয়েন্ট ৪, কোস্টারিকা ও জাপানের পয়েন্ট ৩। পয়েন্ট তালিকার এই অবস্থানের কারণে চার দলের জন্যেই শেষ ষোলোর সুযোগ উন্মুক্ত রয়েছে। তবে দলগুলোর মধ্যে গোলপার্থক্যে সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে স্পেন।
জার্মানি ও কোস্টারিকার মধ্যে খেলায় ভালো অবস্থানে রয়েছে কোস্টারিকাই। জিতলেই নকআউট পর্ব নিশ্চিত তাদের। আবার ড্র করলেও থাকবে সুযোগ, সেক্ষেত্রে স্পেন-জাপানের খেলায় জিততে হবে স্পেনকে।
আরও হিসাব আছে, কোস্টারিকা যদি ড্র করে এবং স্পেন যদি হারে, তাহলে দুই দলের মধ্যে গ্রুপ রানার্সআপ প্রথমে নির্ধারিত হবে গোল ব্যবধানে; বর্তমানে স্পেনের গোল ব্যবধান (+৭) আর কোস্টারিকার (-৬)।
কোস্টারিকা যখন একটা জয় পেলেই সহজেই যেতে পারছে শেষ ষোলোতে, সেখানে জার্মানির জন্যে রয়েছে অনেক হিসাব। জার্মানিকে প্রথমে জিততেই হবে। এরপর অপেক্ষা করতে হবে স্পেন-জাপানের ম্যাচের ফল। অন্য ম্যাচে জাপান যদি হারে, তবেই নিজেরা জিতে যেতে পারবে পরের ধাপে।
আবার অন্য ম্যাচে জাপান ড্র করলে, নিজেদের ম্যাচে ২ গোলের ব্যবধানে জিতে লক্ষ্য পূরণ হবে জার্মানির। জাপান ড্র করল আর জার্মানি ১ গোলের ব্যবধানে জিতল, সেক্ষেত্রে দুই দলের গোল ব্যবধান হবে সমান (০), তখন বিবেচনায় আসবে কারা বেশি গোল করেছে।
এরপরের হিসাব জার্মানির জন্যে আরও জটিল, স্পেন হারলে এবং জার্মানি জিতলেও সুযোগ তৈরি হতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের; তবে গোল ব্যবধানে অনেক এগিয়ে স্পানিশরা। স্পেনের গোল ব্যবধানে (+৭), জার্মানির (-১)। এক্ষেত্রে জার্মানি যদি ৮ গোলের ব্যবধানে জিতে কিংবা স্পেন ৮ গোলের ব্যবধানে হারে, তাহলে এ দুই ক্ষেত্রেই গ্রুপ রানার্সআপ হবে জার্মানি।