ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 17:54:43

এশিয়া কাপ ফাইনালে টস জিতে নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। টস ভাগ্য সহায় হতেই প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসের সঙ্গে ম্যাচও হেরে গিয়েছিল দাসুন শানাকা। এবার শেষ ম্যাচেও টস হারলেন লঙ্কান অধিনায়ক। ম্যাচের ভেন্যু একই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফল একই থাকবে নাকি পাল্টে যাবে- এটা নিয়েই চলছে আলোচনা।

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে ছিলেন হাসান আলী ও উসমান কাদির। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য তারা দুজনেই বাদ পড়েছেন। তাদের বদলে একাদশে ফিরেছেন শাদাব খান ও নাসিম শাহ। শাদাব চোটের জন্য আগের ম্যাচ খেলেননি। আর নাসিমকে রাখা হয়েছিল বিশ্রামে।

তবে সুপার ফোরের শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জেতা দল নিয়েই মাঠে নেমেছে তারা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও দিলশান মাদুশানকা। 

এ সম্পর্কিত আরও খবর