বঙ্গবন্ধু কাবাডিতে ফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:40:53

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে এবারও শিরোপা ধরে রাখল বাংলাদেশ। এনিয়ে আসরে টানা দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হলো আয়োজকরা।

আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে দেশের ছেলেরা লিড নিয়েছিল ১৭-১৪ পয়েন্টে। সঙ্গে একটি লোনা পেয়েছিল স্বাগতিকরা।

গতবারও এই কেনিয়াকে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গতবারের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। 

তার আগে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পর ইংল্যান্ডকে পরাস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে নাম লেখে বাংলাদেশ। পরে শেষ চারে ইরাককে হারিয়ে কাটে ফাইনালের টিকিট। 

এ সম্পর্কিত আরও খবর