অল বাংলাদেশ ফাইনাল। তাই রিকার্ভ নারী এককের স্বর্ণ ও রৌপ্যপদক দুটোই নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেই লড়াই শেষে দিয়া সিদ্দিকীকে হারিয়ে সোনালি হাসি উপহার দিলেন নাসরিন আক্তারই।
থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) আজ শনিবার পদক নির্ধারণী ম্যাচে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নাসরিন।
প্রথম দুই সেট ২৮-২৬ ও ২৮-২৬ পয়েন্টে জিতে লিড নেন নাসরিন। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি দিয়া। তৃতীয় ও চতুর্থ সেটে ২৮-২৮ ও ২৭-২৭ পয়েন্টে ড্র করে সেট পয়েন্ট ভাগাভাগি করেন দুজনে। তাতেই বিজয়ী হন নাসরিন।
মেয়েদের দলগত বিভাগে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দেশের হয়ে খেলেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী।
মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন আক্তার। এনিয়ে তিনটি স্বর্ণপদক জিতলেন দেশের নতুন তারকা আর্চার নাসরিন।