আশরাফুলের হ্যাটট্রিকে হকির সেমি-ফাইনালে বাংলাদেশ

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:21:16

হকিতে আজ হ্যাটট্রিক করেছেন আশরাফুল আলম। তার ঝলকে হ্যাটট্রিক করেছে বাংলাদেশও। টানা তিন জয়ে এএইচএফ কাপের সেমি-ফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আশরাফুল আলমের হ্যাটট্রিকে আজ মঙ্গলবার গ্রুপের তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে হ্যাটট্রিক করেন সোহানুর রহমান সবুজ। 

টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে পৌঁছে গেছে বাংলাদেশ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওমান। ১৭ মার্চ ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি তাই দেশের ছেলেদের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই।

উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলের দুরন্ত জয় পায় বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয় ম্যাচে সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয় সারওয়ার হোসেনের দল।

এ সম্পর্কিত আরও খবর