উদ্বোধনী দিনেই স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলের দুরন্ত জয় পেয়েছিল বাংলাদেশ। এএইচএফ কাপ হকিতে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।
সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকের সুবাদে আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সারওয়ার হোসেনের দল।
দুর্বার পারফরম্যান্সে সোহানুর রহমান সবুজ হাঁকান হ্যাটট্রিক। পরে একে একে গোল করেন খোরশেদ, আরশাদ, মিমো ও আশরাফুল।
আগের ম্যাচেও বাংলাদেশ ৭ গোল পেলেও কেউ কোনো হ্যাটট্রিক পায়নি। কয়েক বছর পর অবশেষে আন্তর্জাতিক হকিতে হ্যাটট্রিকের দেখা পেল বাংলাদেশ।
বাংলাদেশ গ্রুপ বি’তে আগামীকাল তৃতীয় ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে দেশের ছেলেরা খেলবে ওমানের বিপক্ষে।