মার্শ-ওয়ার্নের স্মরণে নীরবতা পালন করবে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:18:23

রড মার্শের মৃত্যুর শোকটা মিলিয়ে যেতে না যেতেই পরলোকে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। দুই গ্রেটকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেট লিজেন্ডের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবিও। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই কিংবদন্তিকে স্মরণ করে আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১ মিনিটের নীরবতা পালন করবে ক্রিকেটাররা।

আজ শনিবার বেলা তিনটায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল ।

ফক্স স্পোর্টস জানিয়েছে, শুক্রবার সাবেক এ তারকা স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন। শেন ওয়ার্নের ম্যানেজার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেছেন থাইল্যান্ডে নিজের ভিলায়। একই দিন তার আগে না ফেরার দেশে চলে যান রড মার্শ। 

এ সম্পর্কিত আরও খবর