তৃতীয় ও শেষ রাউন্ডে ভালো পারফরম্যান্স উপহার দিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু তাতে লাভ হলো না। দেশসেরা এ গলফারকে হতাশ করে সামিট ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সাইয়ুম।
কুর্মিটোলা গলফ কোর্সে তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি, একটি ঈগলস ও একটি বোগি করে সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে সেরা হন সাইয়ুম।
তিন রাউন্ডের এই প্রতিযোগিতায় আজ মঙ্গলবার, ২১ ডিসেম্বর চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে দ্বিতীয় সেরা হয়েছেন ব্রুনাই ওপেন জয়ী এ গলফার।
পারের সমান শট খেলে আকবর হোসেন তৃতীয় ও জাকিরুজ্জামান জাকির চতুর্থ হন।
শীর্ষে থেকে তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন মোহাম্মদ রাসেল। কিন্তু দুটি বার্ডি পেলেও সাতটি বোগি ও একটি ডাবল বোগি করেন। পারের চেয়ে তিন শট বেশি খেলে নেমে যান তিনি আটে।