ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। বৃষ্টির হানায় প্রথম সেশনে কোনো খেলাই হয়নি।
এখন চলছে মধ্যাহ্নভোজ বিরতি। বিরতি শেষে মাঠ পরিদর্শন করে খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন মাঠের আম্পায়াররা।
প্রথম দিন দুই ওপেনারকে হারিয়ে সাবধান ব্যাটিং শুরু করে পাকিস্তান। বাবর আজমের ফিফটিতে ধীরে সুস্থে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রানের পুঁজি গড়েছে অতিথিরা।
ক্যাপ্টেন বাবর ৬০* রানের দুরন্ত এক ইনিংস খেলে এখনো ক্রিজে টিকে আছেন। তার ৯৯ বলের চমৎকার ইনিংসটি সাজানো রয়েছে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায়। ৩৬ রানে বাবরকে সঙ্গ দিয়ে চলেছেন আজহার আলী।