অ্যাজাজের ১০ উইকেট, নিউজিল্যান্ড ৬৯ রানে অলআউট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:59:28

বিরল এক রেকর্ড স্পর্শ করলেন অ্যাজাজ প্যাটেল। জিম লেকার ও অনি কুম্বলের অনন্য এক রেকর্ডে ভাগ বসালেন নিউজিল্যান্ডের এ তারকা স্পিনার। লাল বলের ক্রিকেটে এক ইনিংসে ‘পারফেক্ট টেন’ এর অসাধারণ কীর্তি গড়ে অ্যাজাজ লিখলেন নতুন ইতিহাস।

মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন অ্যাজাজ। ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচ করে বাঁহাতি এ স্পিনার একাই শিকার করেন ১০ উইকেট। তাতেই বিরাট কোহলিদের প্রথম ইনিংসের যাত্রা থামে ৩২৫ রানে।

আগের দিনের সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ১৫০ রান নিয়ে। ৩১১ বলে ১৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় নিজের চমৎকার ইনিংসটি সাজান তিনি। ৪৪ রান আসে শাবমান গিলের ব্যাট থেকে। পরে ফিফটি হাঁকান অক্ষর প্যাটেল (৫২)। ২৭ রান করেন ঋদ্ধিমান সাহা।

তবে অ্যাজাজের এই কীতির দিনে ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে তাদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬২ রানে। কিউইদের হয়ে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল কাইল জেমিসন (১৭) ও টম লাথাম (১০)। রবীচন্দ্রন অশ্বিন একাই নেন চার উইকেট। তিনটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। দুটি উইকেট যায় অক্ষর প্যাটেলেল পকেটে।

দ্বিতীয় দিন শেষে ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। উইকেটে আছেন দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৩৮*) ও চেতেশ্বর পূজারা (২৯)।

এ সম্পর্কিত আরও খবর