নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। লাল-বলের দলে ফিরেছেন শরিফুল ইসলাম। দলে আছেন সাকিব আল হাসান।
শোনা যাচ্ছিল, নিউজিল্যান্ড সফরে খেলতে চান না সাকিব আল হাসান। গুঞ্জনটা মিথ্যা প্রমাণিত হলো অবশেষে। কেননা বিশ্বসেরা এ অলরাউন্ডারকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টাইগার স্কোয়াডের প্রায় সবাই কিউই সিরিজে ডাক পেয়েছেন। অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে ছিটকে গেছেন রেজাউর রহমান রাজা ও নাঈম হাসান। সাইফ হাসান তো আগেই মাঠের বাইরে চলে গেছেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ করে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের ফ্লাইট ধরবে টাইগাররা। সফরে খেলবে দুটি টেস্ট। ১ জানুয়ারি তাউরাঙ্গায় শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।