ক্রিকেটারদের ধানক্ষেতেও ভালো খেলতে হবে: মুমিনুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 22:53:38

মিরপুরে খেলা থাকলে উইকেট নিয়ে বাড়তি একটা আলোচনা তো থাকেই। ঢাকা টেস্টের আগে তেমনটাই শুরু হয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে উইকেট যেমনই হোক না কেন। কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই। দলের সবাইকে ভালো খেলতে হবে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। ভালো পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। তাই তো টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সাফ কথা, পেশাদার ক্রিকেটারদের ধানক্ষেতে ম্যাচ হলেও ভালো খেলা উচিত।

ঢাকা টেস্টের আগের দিন আজ শুক্রবার, ০৩ ডিসেম্বর সতীর্থদের প্রতি ভালো পারফরম্যান্সের তাগিদ দিতে গিয়ে মুমিনুল বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।’

মিরপুরে মন্থর ও টার্নিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এই কৌশলটা কাজে দেয়নি শ্রীলঙ্কার বিপক্ষে। তাই উপমহাদেশের প্রতিপক্ষের বিপক্ষে টার্নিং উইকেট তৈরি করে কোনো লাভ হবে না। এটা চিরন্তন সত্য কথা।

এ কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে মিরপুরে ফ্লাট উইকেট চান মুমিনুল, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।’

মিরপুরের উইকেট একেক সময় একেক রকমের আচরণ করে। সব সময় প্রত্যাশামাফিক উইকেট মেলে না। তাই ব্যাটিং-বান্ধব উইকেট পাওয়ার ব্যাপারে নিশ্চিত নন লাল-সবুজের ক্যাপ্টেন। তবুও মুমিনুল আশায় বুক বাঁধছেন ভালো উইকেটে খেলার, ‘মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠি। আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় ব্যাটসম্যানদের। তবে লাল বল তো একটিই থাকে। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে।’

তামিম ইকবাল খেলছেন না। যে কারণে দলে চলছে ওপেনার সংকট। তারওপর সাইফ হাসান দর্শক হয়ে গেছেন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে। বিকল্প না থাকায় একরকম বাধ্য হয়েই দলে নাঈম শেখকে নেওয়া হয়েছে। বললেন মুমিনুল, ‘দেখেন সত্যি বলতে আমাদের আর কোনো ব্যাকআপ ওপেনার ছিল না। আপনি যদি নাঈম শেখের কথা বলেন তাহলে বলব, আমরা এমন একজনকে চেয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেট খেলা কাউকে হুট করে নিয়ে আসলে তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ প্রতিপক্ষও খুব শক্ত। তার জন্য কঠিন হয়ে যেত। আন্তর্জাতিক ক্রিকেট খেলা কাউকে আনলে সে ভালো বুঝবে। তাই তাকে নিয়েছি।’ 

আগামীকাল শনিবার, ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে লাল-সবুজের জার্সিধারীরা।

এ সম্পর্কিত আরও খবর