দুর্বার এক সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল। সঙ্গে ইফতেখার হোসেন ও মেহরব হাসান পান ফিফটি। পরে আরিফুল-নাইমুরদের দাপুটে বোলিংয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ধরাশায়ী করেছে ১১৩ রানে। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল অতিথিরা।
কলকাতার ইডেন গার্ডেন্সে যুবাদের তিন দলীয় সিরিজে আজ বুধবার, ১ ডিসেম্বর ৩০৬ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা। ১৪ চারে ১০১ রান করেন নাবিল। ইফতেখার হোসেন সংগ্রহ করেন ৫৭। ৬ চার ও ২ ছক্কায় ৭০* রানের হার না মানা দুরন্ত এক ঝড়ো ইনিংস খেলেন মেহরব।
স্বাগতিক প্রতিপক্ষকে ১৯২ রানেই গুটিয়ে দেয় টাইগার যুবারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অনিশ্বার গৌতম। বাংলাদেশের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আরিফুল ইসলাম। আর নাইমুর পান দুটি।
প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ফলে টানা দুই জয়ে বাংলাদেষ এখন সবার ওপরে।