বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বল হাতে অগ্রণী ভূমিকা রেখেছেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। আফ্রিদি দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৫ উইকেট। প্রথম ইনিংসে পার দুটি। আর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন হাসান আলী। দ্বিতীয় ইনিংসে তার শিকার মাত্র দুটি।
দেশের চট্টগ্রাম টেস্ট জয়ে অবদান রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই দুই পেসারের। দুইজনেই পৌঁছে গেছেন আইসিসি টেস্ট বোলারদের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে।
র্যাঙ্কিংয়ের তিন ধাপ ওপরে ওঠে গেছেন আফ্রিদি। নিল ওয়্যাগনার, কাগিসো রাবাদা ও জেমস অ্যান্ডারসনকে টপকে পৌঁছে গেছে পঞ্চম স্থানে। আফ্রিদির সতীর্থ হাসান পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ক্যারিয়ার সেরা ১১তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আবিদ আলীর। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে দলীয় স্কোরে ১৩৩ ও ৯১ রান যোগ করে ২৮ ধাপ ওপরে উঠেছেন তিনি। পাকিস্তানের এ ওপেনার রয়েছেন এখন ২০তম স্থানে।