চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আঘাত করলেন হাসান আলী। ফিরিয়ে দিলেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। হাসান আলীর বল ছেড়ে দিয়ে পরাস্ত হওয়ার আগে দলীয় স্কোরে মুশফিক যোগ করেন মাত্র ১৬ রান।
২৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন ৫২ রান। তবে টাইগারদের সব মিলিয়ে লিড এখন ৯৬ রানের। শাহীন শাহ আফ্রিদি তিনটি ও হাসান আলী শিকার করেছেন ২টি উইকেট।
তার আগে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। মুশফিক ১২ ও ইয়াসির আলী ৮ রানে অপরাজিত থেকে মাঠে নামেন।
লিটন দাসের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩০ রানের পুঁজি গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাইজুলের স্পিন ভেলকিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫.৪ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতেই প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পেয়েছে টাইগাররা।