রেকর্ডটা ভাঙার কথা ছিল প্রথম ইনিংসেই। কিন্তু তা হয়নি। ৯১ রানে আউট হন মুশফিক। শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালকে টপকে গেলেন তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসমান। মুশফিকুর রহিম গড়লেন নতুন রেকর্ড।
লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনারকে পেছনে ফেলে টেস্টে দেশের জার্সি গায়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন মুশফিকুর রহিম। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অবশ্য খেলছেন না তামিম।
৬৪ টেস্টে ১২৩ ইনিংসে তামিম সংগ্রহ করেছেন ৪৭৮৮ রান। আজ পাকিস্তানের বিপক্ষে প্রিয় বন্ধু তামিমকে ছাড়িয়ে ৪৭৯৯* (ব্যাটিং চলমান) রান সংগ্রহ করেছেন মুশফিক। এ জন্য তার লেগেছে ৭৬ ম্যাচে খেলে ১৪০ ইনিংস। ১২* রান নিয়ে এখনো ক্রিজে টিকে আছেন তিনি।