টাইগারদের কোচিং স্টাফে একের পর এক পরিবর্তন আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে চলে গেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। কেননা তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।
কুকের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালফাতোও। তিনি অবশ্য বিসিবি’র সঙ্গে চুক্তি নবায়ন করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জুলিয়ান। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার স্মৃতি রোন্থন করে বেশ আবেগী বার্তাই দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
২০১৯ সাল থেকে বাংলাদেশের হয়ে ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া জুলিয়ান সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন জৈব সুরক্ষা বলয়ে হোটেলবন্দী জীবন আর শতবারের বেশি করোনা টেস্ট করে হাঁপিয়ে ওঠার গল্প।
বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় স্মৃতিগুলোর কথাও শেয়ার করেছেন জুলিয়ান, ‘জুলিয়ান আরও বলেন, ‘ভারতে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট, সেটা আবার গ্যালারিভর্তি দর্শকের সামনে। দর্শকদের অবিরত চিৎকার এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় তো গর্ব করার মতো।’