গেল অক্টোবরে শেষ হলো আইপিএলের গত আসর। করোনাভাইরাসের কারণে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আসরটি হয়েছে দুই ধাপে। দেশে ও দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে।
তার রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে আইপিএলের আগামী আসরের আগমনী বার্তা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
নতুন আসর এপ্রিলে শুরু হয়ে চলবে জুন পর্যন্ত। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরু হতে পারে ২ এপ্রিল। ফাইনাল হতে পারে ৪ বা ৫ জুন।
টুর্নামেন্টের দল বেড়ে ৮ থেকে ১০টি হচ্ছে। বাড়বে ম্যাচের সংখ্যাও। ৬০ ম্যাচের জায়গায় হবে ৭৪টি ম্যাচ। নতুন আসর হবে দুই মাস ব্যাপী।
আইপিএলের আগামী আসর পুরোটাই হবে ভারতের মাটিতে। দল বাড়লেও টুর্নামেন্ট হবে আগের নিয়মে। লিগ পর্বে প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ১৪টি ম্যাচ।
বিসিসিআই সচিব জয় শাহ জানান, ‘১৫তম আইপিএল অনেক জমজমাট হবে, যেহেতু দুটো নতুন দল খেলতে যাচ্ছে। তার আগে আইপিএল মেগা অকশন হবে, দেখা যাক নতুন কম্বিনেশন কেমন হয়।’