হ্যামস্ট্রিং চোট নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। অবশ্য শর্ত ছিল, খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। তবে চোট ভালো না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'সাকিবের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি ঠিক হয়নি এখনও। আমরা ধারণা করেছিলামই যে ওকে পাব না প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে পাব কিনা, তা এখনই বলা মুশকিল। ফিজিওর রিপোর্ট আমরা হয়তো পাব রাতে। সেটা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।'
দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বদলি হিসেবে কাউকে নেয়া হচ্ছে না এখন। এ নিয়ে নান্নু বলেন, 'কোনো বদলি ক্রিকেটার আমরা দিচ্ছি না। সাকিবকে নিয়ে ঝুঁকি মাথায় রেখেই ১৬ জনের দল দেওয়া হয়েছিল। তারপরও আমরা কালকে চট্টগ্রাম গিয়ে কথা বলব।'
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ-পাকিস্তান দুটি টেস্ট খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর থেকে। আর ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট।