স্ক্যান করতে হাসপাতালে তাসকিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 03:32:53

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চোট পেয়েছেন তাসকিন আহমেদ। বোলিং করার সময় ডান হাতে চোট পান তিনি। তাই স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে তারকা এ পেসারকে।

বিসিবি’র এক সদস্য খবরটি নিশ্চিত করে বলেন, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’

পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় ওভারে তাসকিনের প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। বল রুখতে যেয়ে ইনজুরিতে পড়েন। বাবরের ব্যাট ছোঁয়া বল আঘাত করে তাসকিনের ডান হাতের ওপরের অংশে।

বাংলাদেশ টিমের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো মাঠে নামেন। তাসকিনকে সঙ্গে করে মাঠ ছাড়েন। শুশ্রুষা শেষে মাঠে ফিরেন তাসকিন। বলও করেন। তবে ১১তম ওভারে বোলিং করে ফের মাঠ ত্যাগ করেন। পরে ইনিংসের শেষদিকে আবার বোলিং করেন।

এ সম্পর্কিত আরও খবর