বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মাঠের লড়াইয়ে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন হাসান আলি। আচরণবিধি ভেঙে আনুষ্ঠানিকভাবে আইসিসি’র তরফ থেকে তিরস্কার হজম করেছেন পাকিস্তানের এ পেসার।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে নুরুল হাসান সোহানকে আউট করেন হাসান আলী। মূল্যবান উইকেটটি পেয়েই বাংলাদেশের এ তারকা কিপার-ব্যাটসম্যানকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করেন তিনি। অনাকাঙ্ক্ষিত এ কাণ্ড ঘটিয়েই ফেঁসে গেছেন। একারণে শাস্তিও পেলেন অতিথি এ ক্রিকেটার।
তিরস্কারের সঙ্গে হাসান আলী পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও। ২৪ মাসের মধ্যে এটাই তার প্রথম আচরণবিধি ভাঙার ঘটনা। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে হাসান আলী নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।