শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনেক বাংলাদেশি গিয়েছিলেন পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়ে। প্রথম ম্যাচে গ্যালারিতে তাদের হাতে ছিল পাকিস্তানের পতাকাও। বাংলাদেশের হার মানায় অনেকে উল্লাসে মেতেছিলেন। এমনটা মানতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তাই মনের সেই কষ্টের কথা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।
শুক্রবার রাতে ফেসবুকে নড়াইল এক্সপ্রেস লেখেন, ‘দেশে খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।’
লাল-সবুজের পতাকা উড়িয়ে ভক্ত-সমর্থকরা সমর্থন দিয়ে যাবে টাইগারদের। তাহলেই কেবল ক্রিকেটাররা খেলায় ফিরতে পারবে। অন্যথায় তা সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন মাশরাফি, ‘আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক চিৎকার হোক বাংলাদেশ।’