পাকিস্তান সিরিজে তামিমের খেলা নিয়ে শঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 21:57:56

চোট নিয়ে এখন মাঠের বাইরে তামিম ইকবাল। খেলেননি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে চোট কাটিয়ে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন দেশসেরা এ ওপেনার।

টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত সংস্করণের এ সিরিজে খেলার ইচ্ছে ছিল না তামিমের। টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেনের খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। কিন্তু তার এই পরিকল্পনাও এখন অনিশ্চিত।

কেননা স্পিন বোলিংয়ে ব্যাটিং অনুশীলনে ভালো করলেও পেস বোলিংয়ে তার বাটিং অনুশীলনটা ভালো হচ্ছে না। ফলে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আজ শুক্রবার ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে, উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’

তার আগে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ছিল তামিমের। সেখানে নিজেকে ঝালিয়ে নিয়ে তবেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার। এটাও এখন এক রকম অসম্ভব হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর