সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাই এখন বাবর আজমের দল নজর দিচ্ছে বাংলাদেশ সিরিজের দিকে। হাতে সময় থাকায় আগামীকাল শনিবারই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।
আগামী মার্চ-এপ্রিলের পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে শেষ চারে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে বাবর আজমদের সামনে। কিন্তু পাকিস্তান অধিনায়ক সেই সিরিজ নিয়ে এখন ভাবছেন না। তার দৃষ্টি এখন কেবল বাংলাদেশ সফরে।
বাংলাদেশ সিরিজ নিয়ে বাবর বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ এখনও অনেক দূরে। বিশ্বকাপের পর আমাদের সামনে বাংলাদেশ সিরিজ।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।