নেতৃত্ব চালিয়ে যাবেন গর্বিত মরগান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:29:14

দাপুটে পারফরম্যান্সে সেমি-ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। কিন্তু সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন দল শেষ চারে এসে হার মেনেছে গ্রুপ টু'র রানার-আপ নিউজিল্যান্ডের কাছে।

ইয়ন মরগানের নেতৃত্বে থাকা ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ব্যক্তিগত ব্যাটিং পারফরম্যান্সও ভালো হচ্ছে না তার। কিন্তু তারপরও দলের নেতৃত্বে থেকে যেতে চান মরগান। 

মরগান গর্ব করার মতো দলের অধিনায়ক থেকে যেতে যান, 'আশা তো করি। দলে এখনও যথেষ্ট অবদান রাখছি। ওই ড্রেসিং রুমে থাকতে, এই দলের হয়ে খেলতে আমি এখনও দারুণ উপভোগ করছি। ছেলেরা সবটুকু ঢেলে দেয়। মাঠের ভেতরে-বাইরে বদলের অগ্রভাগে তারা এবং গর্ব করার মতো অনেক কিছুই আছে আমাদের। এই দলের নেতা হিসেবে আমি অবিশ্বাস্যরকমের গর্বিত।'

সেমি-ফাইনালের লড়াইয়ে বেশিরভাগ সময়ে জয়ের পথে ছিল ইংল্যান্ড। তবুও জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য মরগান পুরো কৃতিত্বটা দিয়েছেন জিমি নিশামকে। ১১ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের চিত্রনাট্যই পাল্টে ফেলেন তিনি।

'জিমি নিশাম উইকেটে আসার আগ পর্যন্ত সম্ভবত আমরাই এগিয়ে ছিলাম। ম্যাচ জুড়ে দুই দলের অন্য সবাই বল সীমানা ছাড়া করতে ভুগেছে, পিচই ছিল ওরকম। সেখানে সে অসাধারণ খেলেছে। তাকে কুর্নিশ জানাতেই হবে। নিজেদের ভুল আজ খুব একটা দেখি না আমি। লড়াইয়ের কমতি রাখিনি। কৃতিত্ব কেন (উইলিয়ামসন) ও তার দলের।'

দলের প্রশংসা করে মরগান বলেন, 'আমরা বিধ্বস্ত (এই হারে)। কঠিন লড়াইয়ের এক ম্যাচে পরাজিত দলে থাকাটা মেনে নেওয়া কঠিন। আমরা আজকে দারুণ লড়েছি এমন এক উইকেটে, যা আমাদের ব্যাটিংয়ের সঙ্গে মানানসই নয়। তার পরও আমরা ভালো স্কোর গড়ি, বল হাতেও ছিলাম দুর্দান্ত।'

এ সম্পর্কিত আরও খবর