ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নামিবিয়া। কোনো ব্যাটসম্যানই খেলতে পারিনি বড় কোনো ইনিংস। তারপরও নিয়মরক্ষার ম্যাচে কোনোমতে ভারতের সামনে জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে আফ্রিকান দলটি।
নামিবিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ডেভিড উইয়েসে। তার সঙ্গে ওপেনার স্টেফান বার্ডের ব্যাট থেকে আসে ২১ রান।
জান ফ্রাইলিঙ্ক ১৫*, মাইকেল ফন লিনজেন ১৪, রুবেল ট্রাম্পেলম্যান ১৩* ও ক্যাপ্টেন জারহার্ড এরাসমাস ১২ রান যোগ করেন দলীয় স্কোরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে নামিবিয়া।
ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি।