গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। শেষ চারে ইংলিশদের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে মহাগুরুত্বপূর্ণ ফাইনালে উঠার লড়াইয়ে খেলতে পারবেন না জেসন রয়। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিলেও তারকা এ উদ্বোধনী ব্যাটসম্যানকে পাবে না ক্যাপ্টেন ইয়ন মরগানের দল।
কেননা চোটের জন্য বিশ্বকাপ মিশনই শেষ হয়ে গেছে জেসন রয়ের। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় রান নেওয়ার সময় কাফ ইনজুরি পেয়ে বসে তাকে। এই চোটের কারণেই বিশ্বকাপে দর্শক হয়ে গেছেন বিস্ফোরক এ ব্যাটার।
জেসন রয়ের বদলে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স। আইসিসি’র অনুমতি নিয়ে মূল স্কোয়াডে যোগও দিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে জেসন রয় সংগ্রহ করেছেন ১২৩ রান। টাইগারদের বিপক্ষে ব্যাটিং ঝলক দেখিয়ে ৩৮ বলে পান ৬১ রানের দুর্বার এক ক্রিকেট ইনিংসের দেখা।