দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান ভ্রমণ করবে অস্ট্রেলিয়া। ২০২২ সালের মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটিতে সফর করবে অ্যারোন ফিঞ্চরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ সোমবার খবরটি নিশ্চিত করেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিনটি টেস্ট দিয়ে পাকিস্তান সফর শুরু করবে অস্ট্রেলিয়া। পরে খেলবে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ৩ মার্চ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১২ মার্চ। আর ২১ মার্চ থেকে লাহোরে আরম্ভ হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে লাহোরে।