চির সবুজ তারুণ্য যেন ধরে রেখেছেন শোয়েব মালিক। বয়সটা তার কাছে সংখ্যা ছাড়া আর কিছুই নয়। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে দিলেন তার প্রমাণ। স্কটিশদের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে ছুঁয়ে ফেললেন লোকেশ রাহুলের রেকর্ড।
ভারতীয় ওপেনার রাহুল এই স্কটল্যান্ডের বিপক্ষেই ১৮ বলে চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন মালিক।
পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডও এটি।
বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি ছিনিয়ে নেন শোয়েব মালিক। ১৮ বলে খেলেন ৫৪* রানের হার না মানা দুর্বার এক ইনিংস। তার চমৎকার ইনিংসে ছিল এক বাউন্ডারি ও ছয় ছক্কার মার।