শুরুতে ব্যাটিং ঝলক দেখান বাবর আজম। পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে পরে ব্যাটিং-বীরত্বে যোগ দেন বর্ষীয়ান শোয়েব মালিক। দুজনেই পান দাপুটে ফিফটির দেখা। সুবাদে স্কটল্যান্ডের সামনে জয়ের জন্য ১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।
৪৭ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৬ রানের দুরন্ত এক ইনিংস খেলেন বাবর। পরে বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি ছিনিয়ে নেন শোয়েব মালিক। ১৮ বলে খেলেন ৫৪* রানের হার না দুর্বার এক ইনিংস। তার চমৎকার ইনিংসে ছিল এক বাউন্ডারি ও ছয় ছক্কার মার।
মোহাম্মদ হাফিজ দলীয় স্কোরে যোগ করেন ৩১ রান। আর ১৫ রান আসে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে।নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল পুঁজি গড়ে পাকিস্তান। স্কটল্যান্ডের হয়ে ২টি উইকেট শিকার করেন ক্রিস গ্রেভস। একটি করে উইকেট নেন সাফিয়ান শরিফ ও হামজা তাহির।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।