টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। খালেদ মাহমুদ সুজনের টিম ডিরেক্টর হওয়ার খবরেই মিলেছে তার আভাস।
এবার গুঞ্জন রটেছে, ক্রিকেটারদের প্রিয় ক্রিকেট গুরু মোহাম্মদ সালাউদ্দিন হতে যাচ্ছেন জাতীয় দলের সহকারী কোচ। এমন প্রস্তাবই নাকি তাকে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের আকাশে এমন গুঞ্জনই উড়ে বেড়াচ্ছে এখন।
তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পুরো ব্যাপারটাই রয়েছে আলোচনার মধ্যে সীমাবদ্ধ।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন পাকিস্তান সিরিজ থেকে। তবে এখন থেকে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বিশ্বকাপ দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার মিরপুরে বিসিবি'র একাডেমি মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
নাজমুল হাসান শান্ত, পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে কাজ করছেন নতুন টিম ডিরেক্টর। পাকিস্তান সিরিজের জন্যই তাদের তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পাবেন পারেন তারা।
শোনা যাচ্ছে, সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেয়েই ক্রিকেটারদের সেই অনুশীলনে এসে ছিলেন সালাউদ্দিন। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন তিনি।