রসি ফন ডার ডুসেনের হাতের ব্যাট যেন হয়ে উঠেছিল খোলা তলোয়ার। তা দিয়ে কচু কাটা করলেন ইংল্যান্ডের বোলারদের ছোড়া সব বল। বিস্ফোরক ব্যাটিংয়ে শতকের আভাস দিয়েও পাননি। ফেরেন ছয় রানের আক্ষেপ নিয়ে।
ফন ডার ডুসেনের সঙ্গে ধ্বংসাত্মক ব্যাটিংয়ে সামিল হন এইডেন মার্করামও। দুজনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে প্রোটিয়ারা গড়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি।
৬০ বলে ৫ বাউন্ডারিতে ও ৬ ছক্কায় ৯৪* রানের হার না মানা অপ্রতিরোধ্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ফন ডার ডুসেন।আর এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৫২* রান। তার ২৫ বলের দুরন্ত ইনিংসটিতে ছিল ২ বাউন্ডারি ও ৪ ছক্কা।
ডুসেন-মার্করাম দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ১০৩* রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। তার আগে কুইন্টন ডি কক দলীয় স্কোরে যোগ করেন ৩৪ রান।
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ ও মঈন আলী। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ম্যাচের শুরুতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড।