অযোগ্য পাপনের নির্লজ্জ ক্রিকেট বোর্ড: সাবের হোসেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:53:11

বিশ্বকাপের অফিসিয়াল দুই প্রস্তুতি ম্যাচে ব্যর্থতার পর প্রথম পর্বে বাংলাদেশ হারে স্কটল্যান্ডের কাছে। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে কোনোমতে সুপার টুয়েলভে নাম লেখায় টাইগাররা। কিন্তু মূল পর্বে এসেই অচেনা হয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাঁচ ম্যাচের সবগুলোই হেরে দুঃস্বপ্ন সঙ্গী করেছে দেশের ক্রিকেটাররা। বৈশ্বিক এ ক্রিকেট আসর থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যর্থতা গল্প লেখায় দেশের ক্রিকেটাররা পড়েছেন সমালোচনার ঝড়ের মুখে। শুধু খেলোয়াড়রাই নন। সমালোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদেরও। ক্রিকেট অনুরাগী থেকে ক্রিকেট পণ্ডিত ও সাবেক ক্রিকেটার সবাই অভিযোগের আঙুল তুলছেন খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের দিকে। আর বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তো রীতিমতো ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় সমালোচনা করেছেন সাবের হোসেন চৌধুরী। পাপনের অধীনে থাকা বোর্ডকে ‘নির্লজ্জ বোর্ড’ বলে আখ্যা দিয়েছেন তিনি। আর বর্তমান সভাপতিকে বলেছেন অযোগ্য।

এক টুইট বার্তায় সাবের হোসেন লিখেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। আমাদের জন্য এটি লজ্জার, যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’

বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচে দুটি জয়। আর স্বপ্নের সুপার টুয়েলভ তো হয়ে গেছে দুঃস্বপ্ন। জয় নেই একটিও। সেই দুঃসহ স্মৃতি সঙ্গী করে আজ বিকেলে দেশে ফিরেছেন টাইগাররা।

এ সম্পর্কিত আরও খবর