ভরাডুবিতে বিশ্বকাপ মিশন শেষ। যারপরনাই বাজে পারফরম্যান্সে টি-টোয়েন্টি ক্রিকেটের এ বৈশ্বিক আসর থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ছন্নছাড়া পারফরম্যান্সের দায়টা কার?
মাশরাফি বিন মর্তুজা মানছেন যে, দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশনে দায় আছে ক্রিকেটারদের। তবে দেশের ক্রিকেট কর্তা-ব্যক্তিরা দায় এড়াতে পারেন না। এমনটাই মনে করছেন সাবেক এ টাইগার ক্যাপ্টেন।
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে 'নড়াইল এক্সপ্রেস’ জানালেন নিজের মতামত।
মাঠের লড়াইয়ে শরীরী ভাষা আর হারের ধরনের জন্য মাশরাফি প্রথমেই দায়ী করেন ক্রিকেটারদের, ‘আরও একটি বিশ্বকাপ শেষ হলো। ৮ ম্যাচ খেলেছি, ২টি জয়, ৬টি হার...। প্রথমেই বলে নিই, ক্রিকেটারদের দায় কোনোভাবেই এড়ানোর উপায় নেই। বিশেষ করে, যেভাবে আমরা হেরেছি।’
মাশরাফি দায়টা কেবল ক্রিকেটারদের দিতে চান। তার মতে মাঠের বাইরের আলোচনা আর বিতর্কের কারণে দায় আছে অন্যদেরও। দায় কেবল ক্রিকেটারদের দিলে তা দেশের ক্রিকেটের জন্য আরও খারাপ হবে, ‘কিছু ব্যাপার মেলানো প্রয়োজন। সেটা হলো, খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আগেও দেখা গেছে!’
বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়টা ক্রিকেট কর্তা-ব্যক্তিদের মেনে নেওয়ার আহ্বান জানান মাশরাফি, ‘ক্রিকেটারদের দায় দিন, ভালো কথা। সেটা তাদের প্রাপ্য। পাশাপাশি, নিজেরাও বোঝার চেষ্টা করুন যে আপনারাও ব্যর্থ! কারণ, এই পুরো প্রক্রিয়ার অংশ আপনারাও। আপনারা অন্যান্যবারের মতো বলতেই পারেন, “অমুকের জন্য পারিনি, তমুক ব্যর্থ হয়েছে, এ জন্যই পারলাম না।” সে ক্ষেত্রে তো দায়টা আপনাদেরও, কারণ উপযুক্ত বিকল্প আপনারা তৈরি করতে পারেননি। সেই দায়িত্ব তো আপনাদের কাঁধেই ছিল আপনাদের তো আগেই বোঝা উচিত ছিল! আপনারা সেটা পারেননি। তাই দয়া করে, সত্যকে আলিঙ্গন করুন এবং নতুনভাবে কাজ শুরু করুন।’