বড় স্বপ্ন নিয়ে টাইগাররা পাড়ি জমিয়ে ছিল মরুর দেশে। লক্ষ্যটা ছিল সেমি-ফাইনাল। কিন্ত বাংলাদেশের ক্রিকেটারদের ফিরতে হচ্ছে খালি হাতে। শেষ হলো আরও বাজে। ৭৩ রানে গুটিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা বিধ্বস্ত হলো ৮ উইকেটে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কি ব্যাখ্যা দেবেন সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটিং দৈন্যের কথা স্বীকার করে নিলেন টাইগার ক্যাপ্টেন, ‘যখন পারফরম্যান্স এমন (বাজে) হয়, তখন বেশি কিছু বলা কঠিন। আমাদের অনেক দিকে নজর দিতে হবে। বিশেষ করে আমাদের ব্যাটিংয়ে।’
ব্যাটিং উইকেটে খেলেও বাংলাদেশের ক্রিকেটাররা ভুগেছেন রান খরায়। কিন্তু কেন? দেশে ফিরে সেই কারণটাই খুঁজে বের করবে দল। মাহমুদউল্লাহ জানালেন তেমনটাই, ‘আমরা যে উইকেটগুলোতে খেলেছি তা ব্যাটিংয়ের জন্য সেরাদের মধ্যে অন্যতম। বাংলাদেশে ফিরে গিয়ে কী ভুল হয়েছিল তা আমাদের খুঁজে বের করতে হবে।’
পাওয়ারপ্লের সুবিধাটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কারণটাও জানালেন অধিনায়ক, দলে যে হার্ড হিটার নেই, টি-টোয়েন্টি ক্রিকেট আপনার পাওয়ারপ্লে কাজে লাগাবে হবে। বিশেষ করে যখন আমাদের হার্ড হিটার নেই। এগিয়ে যাওয়ার জন্য মোমেন্টাম প্রয়োজন, কিন্তু আমরা তা একেবারেই পাইনি।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে আর প্রস্তুতি পর্বে অনুশীলন ম্যাচ জেতাটা জরুরি ছিল দলের জন্য। মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপে খেলার আগে (বিশ্বকাপের প্রস্তুতি পর্বে), আমাদের কিছু জয় দরকার ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু সেটা আমরা করতে পারেনি। এবং আমাদের এ নিয়ে কাজ করতে হবে।’
ভরাডুবির পরও মাহমুদউল্লাহ প্রত্যাশা করছেন সমর্থকরা তাদের সমর্থন দিয়ে যাবে। সঙ্গে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে না পারার আক্ষেপও ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘সুপার টুয়েলভে আমরা শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি খেলায় জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু আমরা প্রতিপক্ষের কাছে হেরে গেছি। আমি আশা করি, সমর্থকরা আমাদের সমর্থন করে যাবে।’