টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। সুবাদে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তিনি ভাগ করে নিয়েছেন মোহাম্মদ নবীর সঙ্গে। ব্যাট-বল হাতে দুরন্ত পারফরম্যান্সের আর একটি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে এখন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
আইসিসি’র অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব। মাস সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে তার সঙ্গে লড়বেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা। ভোটের লড়াইয়ে জিতলে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতবেন সাকিব।
গত অক্টোবরে সাকিব খেলেছেন ৬টি টি-টোয়েন্টি। প্রায় ১১০ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ১৩১ রান। বল হাতেও দুর্দান্ত ছিলেন এ ক্রিকেট মহাতারকা। ১১ উইকেট শিকার করে ওভারে রান খরচ করেন ৬-এর নিচে।
তবে বিশ্বকাপের সুপার টুয়েলভে সময়টা যায়নি সাকিবের। চোট নিয়ে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।