আগামী ২১ নভেম্বর জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে খেলবে ১০টি দল। এ বাছাইপর্বে অনেকটা সহজ গ্রুপে পড়েছে সালমা খাতুন-জাহানারা আলমরা।
গ্রুপ ‘বি’তে বাংলাদেশ লড়বে পাকিস্তান, থাইল্যান্ড, আমেরিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে। গ্রুপ ‘এ’তে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।
সুপার সিক্স’র শীর্ষ তিন দল পাবে বিশ্বকাপের টিকিট। তবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
আগামী বছর অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালের মার্চ-এপ্রিলে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। মূল পর্বের টিকিট পেতে হলে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে উতরে যেতে হবে বাছাইপর্ব।