বিশ্বকাপ শেষ করেই নভেম্বরের মাঝামাঝিতে টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। বিশ্বকাপ খেলা দল নিয়েই ঢাকায় পা রাখবে তারা।
অবশ্য টেস্ট সিরিজে দলে যোগ দেবেন বাড়তি আরও চারজন ক্রিকেটার। পিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
পিসিবি'র ওই সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের মাঝখানে তেমন বিরতি নেই। দলের সদস্যদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে আসার সুযোগ নেই।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে কি সিরিজ পিছিয়ে? শিরোপা উৎসবের জন্য বাবর আজমরা কি পাকিস্তানে ফিরবেন?
ওই সূত্র এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেনি, ‘চ্যাম্পিয়ন হলে ভিন্ন কিছু ঘটবে কি না, তা নির্দিষ্ট সময়ই জানা যাবে। তবে এখন পর্যন্ত যা সম্ভাবনা, তা হলো আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে চলে যাবে দল।’
১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২২ ও ২০ নভেম্বর। সব ম্যাচ হবে ঢাকায়। ২৬-৩০ নভেম্বর ও ৪-৮ ডিসেম্বর দুটি টেস্ট হবে চট্টগ্রাম ও ঢাকায়।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, হায়দার আলী, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।