ক্রিকেটারদের জবাবদিহিতার জায়গা থাকা উচিত: সুজন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:55:18

টাইগারদের সেমি-ফাইনালের স্বপ্ন শেষ। এখন চাওয়া কেবল সান্ত্বনার জয়। সেটাও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেননা ক্রিকেটাররা যে এখন কথার লড়াইয়ে জেরবার। 

তাদের সঙ্গে যোগ দিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটার ও তাদের পরিবারের সদস্যরা। 

ক্রিকেটাররা খারাপ খেলেও যাবেন। আবার কথার লড়াইও করে যাবেন। তাদের কি কোনো জবাবদিহিতা করতে হবে না? বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন ক্রিকেটাররা বেতনভুক্ত। তাই তাদের জবাবদিহিতা থাকা উচিত। 

ক্রিকেটারদের জবাবদিহিতা নিয়ে সুজন বলেন, ‘একটা জবাবদিহিতার জায়গা তো ক্রিকেটারদের থাকা উচিত। কারণ ওরা বোর্ডের বেতনভুক্ত। চাকরিতে কেউ ভুল করলে এর জবাবদিহিতা চাওয়া হয় না? উইকেট খারাপ বানালে কিউরেটরের কাছে জানতে চাওয়া হয় না? ওই কিউরেটর যেমন পেশাদার, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা সাকিব কিংবা তামিম কিংবা মুশফিক- সবাই তো পেশাদার।’ 

বাজে পারফরম্যান্সের কারণে সবাই কষ্ট পেয়েছে। সুজন মনে করেন আবেগের এই ব্যাপারটা ক্রিকেটারদের বোঝা উচিত ছিল, ‘বোর্ড থেকে বেতন পায়। জবাবদিহিতার একটা ব্যাপার তাই আছেই। এখন আপনি চাকরি করা অবস্থায় বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারবেন কিনা, সেটা তো আমি জানি না। এটা ওদের বোঝা উচিত ছিল। এটা একটা আবেগের ব্যাপার হয়ে গিয়েছে। এখানে লুকোচুরির কিছু ছিল না। অমন পারফরম্যান্সের কারণে সবাই কষ্ট পেয়েছে।’

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের প্রতিক্রিয়া নিয়ে সুজন বলেন, ‘পাপন ভাই প্রতিক্রিয়া জানিয়েছেন, ওরা মিডিয়ায় এসে কথা বলার পর। ওদের এই প্রতিক্রিয়া কি বোর্ডকেই দিল, নাকি বোর্ড প্রেসিডেন্টকে দিল, নাকি সাধারণ মানুষকে দিল- এটা তো আমরা জানি না। কাউকে তো উল্লেখ করেছি। বলেছে, আয়নায় নিজের দিকে তাকাতে। এখন আয়নায় কারা তাকাবে? বোর্ড প্রেসিডেন্ট তাকাবেন, নাকি বোর্ড পরিচালকরা তাকাবেন- আমিই তো বুঝতে পারছি না।’

এ সম্পর্কিত আরও খবর