জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ছিল ক্রিকেট অনুরাগীরা। কিন্তু সেটা হলো না। হলো ঠিক তার উল্টোটা। পুরোপুরি এক পেশে ম্যাচ খেলে ম্যাচ জিতল ইংল্যান্ড। ইংলিশদের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াকে আট উইকেটে ধসিয়ে দিয়েছে ইংল্যান্ড। দুর্বার এ জয় এসেছে ৫০ হাতে রেখেই। জস বাটলারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ১১.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১২৬ রান তুলে ফেলে ইংল্যান্ড।
জস বাটলার ৩২ বলে ৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১* রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস খেলেন। আরেক ওপেনার জেসন রয় দলীয় স্কোরে যোগ করেন ২২ রান। ১৬* রানে অপরাজিত থেকে যান জনি বেয়ারস্টো।
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার।
ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ের সামনে যেন দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গেছে অজিরা।
ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন অ্যারোন ফিঞ্চ। তবে ছয় রানের জন্য ফিফটি পাননি। ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৪৪ রান সংগ্রহ করেন এ অজি ক্যাপ্টেন।
অ্যাশটন অ্যাগার ২০ ও ম্যাথু ওয়েড ১৮ রান এনে দেন। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ম্যাচসেরা ক্রিস জর্ডান। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও টাইমল মিলস।