বোলিংয়ে টাইগাররা, সোহান-নাসুমের বদলি সৌম্য-তাসকিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 00:48:42

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে টাইগারদের।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এ নিয়ে বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৭২ রানের লক্ষ্য ছুঁড়েও শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। যে কারণে আজ ফিল্ডিং বেছে নিয়েছেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

লাল-সবুজের প্রতিনিধিদের একাদশে দুটি বদল এসেছে। নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদের বদলে দলে ঢুকেছেন সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। উইকেটের পিছনে দাঁড়াবেন আজ লিটন দাস। বোলিং লাইন-আপেও এসেছে বদল। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।

ক্যারিবিয়ান একাদশেও দুটি পরিবর্তন এসেছে। লেন্ডল সিমন্সের বদলে দলে জায়গা পেয়ে অভিষেক হচ্ছে রোস্টন চেজের। ছিটকে গেছেন হেডেন ওয়ালশ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জেসন হোল্ডার। আর ইনিংস উদ্বোধনে আজ শুরুতে ব্যাট হাতে মাঠে নামছেন ক্রিস গেইল।

বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে। তাই দুদলের সামনেই আজ জয়ের কোনো বিকল্প নেই। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন ও রবি রামপল।

এ সম্পর্কিত আরও খবর