গতবছর ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিওতে জাতি বিদ্বেষী মন্তব্য করেছিলেন যুবরাজ সিং। সেই অভিযোগে সাবেক এ তারকা অলরাউন্ডারকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ।
পরে অবশ্য হাইকোর্টের আদেশে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এ ক্রিকেটার।
যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে যুবরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হানসির আইনজীবী রজত কালসান। তার দাবি, যুবরাজের মন্তব্য দেশটির দলিত সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ক্ষমাও চেয়েছিলেন যুবরাজ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাকে গ্রেপ্তার হতেই হলো।