জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটল্যান্ড। টাইগারদের দুরন্ত বোলিং সামলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়েছে স্কটিশরা।
ব্যাটিংয়ের শুরু ভালো না হলেও লাল-সবুজের প্রতিনিধিদের বোলিংয়ের বিপক্ষে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন জর্জ মুনসী। ও ওপেনার সংগ্রহ করেন ২৯ রান।
জর্জ মুনসীর বিদায়ের পর ফের বল হাতে দাপট দেখাতে থাকেন মেহেদী হাসান, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানরা। ৫৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ড।
পরে সপ্তম উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়েন ক্রিস গ্রেভস (৪৫) ও মার্ক ওয়াট (২২)। তাতেই লড়াকু পুঁজি পায় স্কটল্যান্ড।
টাইগারদের হয়ে তিনটি উইকেট শিকার করেন মেহেদী হাসান। সঙ্গে দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
তার আগে টস জিতে শুরুতে বোলিং বেছে নেয় টাইগাররা।