ব্যাট হাতে দাপট দেখালেন ফাফ ডু প্লেসিস। পেলেন দারুণ এক ফিফটির দেখা। তার ব্যাটিং তাণ্ডবে যোগ দিলেন রবিন উথাপ্পা, রুতুরাজ গাইকার্ড ও মঈন আলী।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল হাতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি সাকিব। তিন ওভারে ৩৩ রান দিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার থেকে যান উইকেটশূন্য।
ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য ১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রানের পুঁজি গড়েছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দল।
প্রোটিয়া তারকা ডু প্লেসিস খেলেন ৮৬ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস। ৫৯ বলের ইনিংসটি সাজান তিনি ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার সঙ্গে মঈন ৩৭*, রুতুরাজ ৩৩ ও উথাপ্পা ৩১ রান যোগ করেন দলীয় স্কোরে।
দুটি উইকেট নিয়েছেন সুনীল নারিন। একটি উইকেট নিয়েছেন শিভাম মাভি।