শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডাম্বুলায় আজ শুক্রবার, ১৫ অক্টোবর প্রথম যুব ওয়ানডেতে টাইগার যুবারা ধরাশায়ী হয়েছে ৪২ রানে।
রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা গড়ে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি। স্বাগতিক লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন পাওয়ান পাথিরাজার। বাংলাদেশের হয়ে রিপন তিনটি ও আশিকুর নেন দুটি উইকেট।
জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য তাড়া করে সফরকারীরা গুটিয়ে যায় ১৮৬ রানে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই লড়েছেন আইচ মোল্লা। দাপুটে ব্যাটিংয়ে ৯৩ বলে ৯ চারে খেলেন তিনি ৮৬ রানের দুরন্ত এক ইনিংস। লঙ্কানদের জার্সি গায়ে জড়িয়ে ম্যাথিউস ৪ ও ড্যানিয়েলে নেন দুটি উইকেট।
আগামী সোমবার, ১৮ অক্টোবর দ্বিতীয় যুব ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।