টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির টলারেন্স ওভালে শুরু হবে ম্যাচ।
তবে খারাপ খবর আছে টাইগারদের জন্য। প্রথম অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে অনিশ্চিত হয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের চোট নিয়ে অবশ্য ওমান 'এ' দলের বিপক্ষে খেলেননি টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন। তবে তার চোট গুরুতর নয়।
বিসিবি'র এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ’র চোট নিয়ে বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।'
সুখবরও আছে দলের জন্য। রাজস্থানের হয়ে আইপিএল খেলে জাতীয় দলে যোগ দিয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনও সেরে নিয়েছেন ফিজ। সাকিব আল হাসান দলে ফিরবেন আইপিএলের মিশন শেষ করে।
মুস্তাফিজের রাজস্থান রয়্যালস আইপিএল থেকে বিদায় নিলেও সাকিবের কলকাতা দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে দেখছে ফাইনালের স্বপ্ন।