আইসিসি’র সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন নাসুম আহমেদ। প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। কিন্তু পুরস্কার ছিনিয়ে নিতে পারেননি বাঁ-হাতি এ স্পিনার।
টাইগার নাসুম ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাকে হতাশ করে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন সন্দ্বীপ লামিচানে। প্রথমবারের মতো এ পুরস্কারের মনোনয়ন পেয়েই তাক লাগিয়ে দিয়েছেন নেপালের এ লেগ স্পিনার।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ সুপার লিগ-২ এ দুরন্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন লামিচানে। ওভারপ্রতি ৩.১৭ রান খরচ করে ৬ ওয়ানডেতে শিকার করেন ১৮ উইকেট। আর পাপুয়া নিউগিনির বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৪/৩৫ ও ৬/১১। পরে ওমানের বিপক্ষে লামিচানের বোলিং ফিগার ছিল ৪/১৮।
মেয়েদের ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। পুরস্কার জয়ে পথে এ ইংল্যান্ড ক্যাপ্টেন হারান সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লি’কে।