শেষ দিকে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন লাহিরু কুমারা। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই বিশ্বকাপের মূল দলে ডাক পেলেন এ ফাস্ট বোলার।
লঙ্কানদের ১৫ জনের চূড়ান্ত দলে লাহিরুর সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্ডো ও স্পিনার আকিলা দনাঞ্জয়া। তিনজনই ছিলেন স্ট্যান্ড-বাই হিসেবে।
আইসিসির নিয়ম অনুযায়ী আজ রোববার, ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ ছিল দলগুলোর সামনে। এই সুযোগটি কাজে লাগিয়ে দলে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।
প্রথমবার ১৫ জনেরই দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান লাহিরু মাদুশঙ্কা। এরপরে দলে যোগ হয় আরও পাঁচজন। শেষমেশ ১৯ জনের সেই স্কোয়াড থেকে বাদ এবার পড়লেন নুয়ান প্রদ্বীপ, কামিন্দু মেন্ডিস, প্রবীন জয়াবিক্রমা, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, লাকশান সান্দাক্যান ও আশেন বান্দারা।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, পাথুম নিশানকা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো ও আকিলা দনাঞ্জয়া।