প্রথম দফা ঘোষিত পাকিস্তানের বিশ্বকাপ দলে ছিলেন না শোয়েব মালিক। শুক্রবার, ৮ অক্টোবর ফের দলে তিন বদল আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেও ডাক পাননি বর্ষীয়ান এ ক্রিকেটার।
অবশেষে সতীর্থ সোহেব মাকসুদের চোটের কারণে ভাগ্যের শিকে খুলেছে শোয়েব মালিকের। শেষমেশ সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিলেন অভিজ্ঞ এ ক্রিকেটার।
ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান সোহেব মাকসুদ। এই সুযোগে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার।
শুক্রবার ১৫ জনের দল থেকে ছিটকে যান উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজম খান ও পেসার মোহাম্মদ হাসনাইন। নতুন দলে অন্তর্ভুক্ত হন ওপেনার ফখর জামান, সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদ ও ব্যাটসম্যান হায়দার আলী। আর মূল দলে থাকা খুশদিল শাহকে পাঠানো হয় রিজার্ভ দলে।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
স্ট্যান্ডবাই: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদির।