চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ব্যাটিং ছন্দটা ফিরে পেয়েছিলেন তামিম ইকবাল। খেলে ছিলেন ৪০ রানের দুরন্ত এক ইনিংস। কিন্তু পরের ম্যাচে ফের বৃষ্টি হানা দিয়ে বসে। যে কারণে কাঠমন্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ তো দূরে থাক মাঠেই নামতে পারেনি তামিমের দল।
লিগ পর্বের শেষ ম্যাচে না পেলেও তবে এলিমেনেটর ম্যাচে সেই একই প্রতিপক্ষ কাঠমন্ডু কিংসের বিপক্ষে ঠিকই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম। তবে ব্যাট হাতে হতাশ করেন তিনি। সংগ্রহ করেন মাত্র ৯ রান।
তামিম বড় ইনিংস খেলতে না পারলেও তার দল জিতে ১৬ রানে। এ জয়ে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স পৌঁছে গেছে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) কোয়ালিয়ার ম্যাচে। এ ম্যাচে পোখরা রাইনোসকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে তারা।
কৃতিপুরে আজ বুধবার, ৬ অক্টোবর শুরুতে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর করে তামিমের দল ভাইরাহাওয়া। জবাবে ৮ উইকেটে ১৭২ রানের বেশি তুলতে পারেনি প্রতিপক্ষ কাঠমন্ডু।